বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার কোচ স্কালোনির ধন্যবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার আপডেট: ০৮:৫৮ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় গোটা বাংলাদেশই ভাগ হয়ে যায় দুই ভাগে। যার এক প্রান্তে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল। সেই ভালোবাসার জোয়ার এবার বেশ ভালোভাবেই ঢেউ তুলেছে আলবিসেলেস্তে শিবিরে।
আকাশী সাদাদের প্রতি লাল সবুজের এই ভালোবাসার প্রতিদানও আর্জেন্টাইনরা দিচ্ছেন নানা মাধ্যমে। এবার সেই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ থেকে এমন সমর্থন পাচ্ছি। অনেক বছর ধরে ম্যারাডোনা এবং এখন মেসির জন্য বিশ্বের অন্য জায়গায়ও আমাদের এমন সমর্থন আছে। দারুণ অনুভূতি।’
আর্জেন্টিনার ম্যাচ নিয়ে উন্মাদনা বাংলাদেশের পথে ঘাটে। হাজার হাজার দর্শকের খোলা মাঠে বড় পর্দায় মেসিদের খেলা দেখার স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে বিশ্বে নানা মাধ্যমে। মেসির গোল কিংবা আর্জেন্টিনার জয়-উল্লসিত জনতার উদযাপন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনেরও চোখ এড়ায়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও (এএফএ) টুইট করে ধন্যবাদ দিয়েছে দেশটির বাংলাদেশি সমর্থকদের।
ফিফার টুইটারের পাতায়ও জায়গা করে নিয়েছে বাংলাদেশিদের এই আলবিসেলেস্তে প্রেম, মেসির প্রতি ভালোবাসা।