অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিফার উচিত ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ এএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ১২:২৬ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

মার্সেই কোচ আন্দ্রে ভিলাস-বোয়েস মনে করেন, দিয়েগো ম্যারাডোনার সম্মানে ফিফার উচিত ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো।

গেল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। এরপরই এ মন্তব্য করেন তিনি।

আন্দ্রে ভিলাস-বোয়েস বলেন, এটি খুবই দুঃসংবাদ। আমি চাইব, কোনো প্রতিযোগিতায় যেন কোনো দলের খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরে খেলতে না পারে। এক্ষেত্রে ফিফার কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত।

** পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে

তিনি বলেন, ম্যারাডোনার সম্মানে করণীয় এর চেয়ে বড় কিছু হতে পারে না। তার মৃত্যুতে ফুটবল বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো।

ব্যক্তিগতভাবে ম্যারাডোনার কাছে ঋণী আন্দ্রে ভিলাস-বোয়েস। ফুটবল ঈশ্বরের সহায়তায় প্রথম কোচিং পেশায় আসেন তিনি।