প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে ইকুয়েডর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১২ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
কাতার-ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের ২২তম আসর। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেয়েছিল ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি। এরপরের ৩০ মিনিটের মধ্যে কাতারের জালে দুই গোল দিল লাতিন আমেরিকান দলটি। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছে ইকুয়েডর। সেই সুবাদে মাঝ মাঠ থেকে ফ্রি কিক থেকে বল পেনাল্টি বক্সের ভেতর গেলে সেখান থেকে টরেসের করা ওভার হিট কিকে বল ভ্যালেন্সিয়ার কাছে গেলে সেখান থেকে হেডে গোল করেন তিনি।
কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার) –এর সহায়তায় গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। মূলত অফিসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছে।
তবে লিড নিতে বেশিক্ষণ সময় নেয়নি ইকুয়েডর। একের পর এক অতর্কিত আক্রমণের মাধ্যমে কোণঠাসা করে রাখে স্বাগতিকদের। পেনাল্টি থেকে গোল করে এনার ভ্যালেন্সিয়া দলকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন। আর ম্যাচের ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়া।