গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জয়পুরহাটে
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার
জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামের এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী, নেপাল দাসের ঠিকানা ‘২০ বিজিবি, জয়পুরহাট’ লেখা রয়েছে।
এদিকে, নেপাল দাস কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও বিজিবি সদস্যরা জানিয়েছিলেন, প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিষয়টি জানানো হবে। কিন্তু এখনো কোনো প্রেস ব্রিফিং হয়নি বলে জানা গেছে।
এর আগে আজ শুক্রবার সকালে দেখা যায়, বিজিবি সদস্যরা হাসপাতালের মর্গে মরদেহ রেখে পাহারা দিচ্ছেন। ময়নাতদন্তের পর মরদেহ নিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যান তারা।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিজিবি সদস্য নিহতের ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন জেলা হাসপাতালের চিকিৎসক নুরুন্নবী। ময়নাতদন্ত শেষে মরদেহটি জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিকেল অ্যাসিস্টেন্ট মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নেপাল দাস নামের এক বিজিবি সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি মর্গে পাঠানো হয়।
হাসপাতালের লাশকাটা ঘরের ডোম মো. মান্নান বলছেন, নেপাল দাসের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।