অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আনফিট লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার  

মেডিক্যালি আনফিট’ হওয়া সত্ত্বেও কোচ রবার্তো মার্টিনেজের বিবেচনায় বেলজিয়ামের বিশ^কাপের মূল দলে জায়গা পেয়েছেন রোমেলু লুকাকু। মার্টিনেজ নিজেই ইন্টার মিলানের এই স্ট্রাইকারের আনফিটের বিষয়টি স্বীকার করেছেন। 

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে আগস্টের পর থেকে ইন্টারের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন লুকাকু। অক্টোবরে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে ফিরে এলেও খুব একটা স্বস্তিবোধ না করায় আবারো  দল থেকে ছিটকে পড়েন। 

কাতার বিশ^কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষনার সময় মার্টিনেজ বলেছেন, ‘লুকাকু মেডিক্যালি আনফিট, এ বিষয়ে কোন সন্দেহ নেই। এই মুহূর্তে সে চিকিৎসার মধ্যে রয়েছেন। আগামী ২৩ নভেম্বর আমাদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টার আগে নিজেকে ফিট প্রমানের সুযোগ সে পাচ্ছে।’

বিশ^কাপের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে ইনজুরি কিংবা কোভিড-১৯’র কারনে কোন খেলোয়াড় চূড়ান্ত দল থেকে বাদ পড়লে তার বদলী খেলোয়াড় দলভূক্ত করার অনুমতি দিয়েছে ফিফা। 

চার বছর আগে রাশিয় বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। আগামী ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বেলজিয়াম তাদের বিশ^কাপ যাত্রা শুরু করবে। গ্রুপ-এফ’র অপর দলগুলো হচ্ছে মরক্কো ও ২০১৮ রানার্স-আপ ক্রোয়েশিয়া।

বেলজিয়াম স্কোয়াড
গোলরক্ষক : থিবো কোর্তোয়া, সিমন মিগনোল্টে, কোয়েন কাস্টিলস
ডিফেন্ডার : টবি অল্ডারউয়েরেল্ড, ইয়ান ভারটনগেন, জেনো ডেবাস্ট, লিন্টার ডিনডনকার, ওট ফায়েস, আর্থার থিটে
মিডফিল্ডার : থমাস মুইনার, টিমোথি কাস্টাগনে, থ্রোগান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, এ্যাক্সেল উইটসেল, ইউরি টিয়েলেমানস, আমাডু ওনানা, হান্স ভানাকেন, ইয়ানিক কারাসকো
ফরোয়ার্ড : এডেন হ্যাজার্ড, লিনড্রো ট্রোসার্ড, রোমেলু লুকাকু, মিশি বাটশুয়াই, চার্লস ডি কেটেলায়েরে, লোয়িস ওপেনডা, জারমি ডোকু, ড্রিয়েস মার্টিনস