অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেন থেকে চট্টগ্রামে ৫২ হাজার টন গম

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার  

ইউক্রেন থেকে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গমের এই চালানটি জিটুজি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরে এসেছে বলে ইত্তেফাককে জানান চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ এন্ড মুভমেন্ট ) মো. আবদুল কাদির।
 
জেলা খাদ্য নিয়ন্ত্রক আরও জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) গমের নমুনা পরীক্ষা, কাস্টমস ছাড়পত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শীঘ্রই জাহাজ থেকে গম খালাস শুরু করা হবে। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ‘এমভি ম্যাগনাম ফরচুন’ নামের একটি জাহাজ ইউক্রেন থেকে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।