যৌনতার অভিযোগে ফের ফাঁসছেন ম্যাকডোনাল্ডস’র সিইও
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার
বিশ্বব্যাপী জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস তার প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুকে কাজ থেকে ছাড়িয়েছে ৮ মাস হয়ে গেল। অধীনস্থ তিন নারী কর্মীকে যৌনতা মেশানো টেক্সট পাঠিয়ে ফেঁসেছিলেন তিনি।
এ জন্য ক্ষমা চেয়েছেন এবং স্বেচ্ছায় কাজ থেকে বিদায় নিয়েছেন ইস্টারব্রুক। আর ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ডলারও দিয়েছেন। ম্যাকডোনাল্ডস নতুন সিইও'র খোঁজে।
এরই মধ্যে গেল মাসে নতুন করে আরও এক টিপস্টারের অভিযোগ এলো সামনে। এবার আর বার্তা আদান-প্রদান নয় একেবারেই যৌন সম্পর্ক। ঘটনাটি তখনই ঘটে যখন ম্যাকডোনাল্ডসের প্রধানের দায়িত্বে ইস্টারব্রুক।
এতে রীতিমতো ক্ষেপেছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। তারা ইস্টারব্রুকের বিরুদ্ধে মিথ্যাচার, প্রতারণা ও তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা করেছে। বড় কোনো কোম্পানি ও তার সাবেক প্রধানের মধ্যে এমন আইনি যুদ্ধ বিরল।