লিটন ঝড়ে বৃষ্টির বাধা, খেলা মাঠে না গড়ালে বাংলাদেশ জয়ী
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ১৮৪ রানের সংগ্রহ পায় ভারত। ১৮৫ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬০ রান তুলে টাইগাররা। ইনিংসের সপ্তম ওভারে বৃষ্টির বাগড়ায় ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। মাঠে খেলা আর না গড়ালে বাংলাদেশ জয় লাভ করবে।
এর আগে ভারতের বিপক্ষে ঝোড়ো অর্ধশতক করেন লিটন কুমার দাস। সৌম্য সরকার বাদ পড়ায় ওপেনিং করতে নামেন ডানহাতি এই ব্যাটার। মাত্র ২১ বলে অর্ধশতক করেন লিটন।
এর আগে বাংলাদেশকে ১৮৫ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। জবাবে উড়ন্ত সূচনা করেছেন দুই টাইগার ওপেনার।
এদিকে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও বিরাট কোহলির অপরাজিত অর্ধশতকে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত।
আজ বুধবার অ্যাডিলেডে দলীয় ১১ রানে আউট হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে অর্ধশতক করে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।
ব্যক্তিগত ৫০ রানে আউট হন লোকেশ রাহুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সবার উপরে উঠেছেন রোহিত শর্মা। ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি।