ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
শেষ চারে উঠার লড়াইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই দল ভারত ও বাংলাদেশ। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮৪ রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
দিনের শুরুতে অ্যাডিলেডে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় ভারতীয় ব্যাটাররা। দলীয় ১১ রানে রোহিত শর্মার উইকেট হারায় তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত। ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি মিলে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলেন। দুইজনে করেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৫০ রান করে রাহুল সাজঘরে ফিরলে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব ও কোহলি। দুইজনে মিলে গড়েন ৩৮ রানের জুটি।
১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিবের বলে বোল্ড আউট হন সূর্যকুমার। সবশেষ বিরাট কোহলির অপরাজিত ৬৪ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ।