রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কক্সবাজার
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলার আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে এক বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে এসব রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে, ৬ জন ছিল রোহিঙ্গা ক্যাম্পে ঘটা বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় ৩ জনকে। এছাড়া, অন্যান্য মামলার আসামি ছিল আরও ৪ জন।
রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে ক্যাম্প এলাকায় বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।