অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিমানবন্দরে কার্যক্রম চালু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০১ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার  

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
 
বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) এক সার্কুলারে বেবিচক জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম সোমবার বিকেল ৩টা থেকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।