বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবু রাহাত
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশের প্রতিযোগীদের টপকে এ কৃতিত্ব দেখান তিনি।
এটি ছিল বিশ্ব কুরআন প্রতিযোগিতার ১১তম আসর। কুয়েত আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। দেশটির বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম এ প্রতিযোগিতা আয়োজন করে।
বাংলাদেশের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই শিক্ষার্থী প্রতিযোগিতাটির জন্য নির্বাচিত হন। তবে দুটি গ্রুপে এদেশের প্রতিনিধিত্ব করেন তারা। সেই দুই হাফেজ হলেন তাওহিদুল ইসলাম ও আবু রাহাত।
গত ১২ অক্টোবর কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশিকুজ্জামানসহ ১১৭টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
এর আগের দিন সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফেজ তাওহিদুল ইসলাম ও আবু রাহাত। তাদের সঙ্গে ছিলেন মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।