বিইউপি`র উদ্ভাবন ভার্টিকাল উইন্ড টারবাইন `অনুভা`র উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ভার্টিকাল উইন্ড টারবাইন `অনুভা`র উদ্বোধন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)'র উদ্ভাবনে পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ভার্টিকাল উইন্ড টারবাইন 'অনুভা'র উদ্বোধন হয়ে গেলো সোমবার (২৩ নভেম্বর)। রাজধানীর মিরপুর সেনানিবাসে বিইউপি ক্যাম্পাস সংলগ্ন মাঠে এই টারবাইনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
জ্বালানি নির্ভরতা কমিয়ে সহনশীল কাঠামোর মাধ্যমে প্রকৃতির বায়ুশক্তিকে ব্যবহার করে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পৌঁছানোরই এক পদক্ষেপ এই 'অনুভা', বলেন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।
আর বক্তৃতায় তিনি বলেন, "বিইউপির বায়োবিদ্যুৎ উৎপাদনের এই অভিনব প্রযুক্তি অবশ্যই আমাদের বিদ্যুতে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারির মধ্যেও আমরা আমাদের ভিশন ২০২১ পূর্ণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে শতভাগ মানুষের দোড় গোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছি। জ্বালানি চাহিদা মেটানোর জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা, সৌর হোম সিস্টেম বিতরণ, গ্যাস উৎপাদন বাড়ানোসহ উল্লেখযোগ্য কাজ করেছি।
দেশীয় প্রযুক্তি ও পণ্য দিয়ে সম্পূর্ণ অভিনব ব্লেডের নকশার সাথে স্বয়ংক্রিয় গতিরোধক ব্যবস্থা যুক্ত করে হাইব্রিড ভার্টিক্যাল টারবাইনটি তৈরি করা হয়েছে। এই উদ্ভাবনটি এরই মধ্যে অস্ট্রেলীয় সরকারের মেধাস্বত্ব প্রতিষ্ঠান আইপি অস্ট্রেলিয়ার মাধ্যমে ইনোভেশন পেটেন্ট হিসেবে সংরক্ষিত হয়েছে।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সহকারী অধ্যাপক মোঃ রাজীব উদ্দিন এবং সহযোগী প্রতিষ্ঠান সিগাস বাংলাদেশ এর সামিন ইশরাক সিদ্দিকীর অনুকূলে এই মেধাসত্ত্ব সংরক্ষণ করা হয়েছে।
গত ১৬ সেপ্টেবর বিষয়টি নথিভূক্ত করে আইপি অস্ট্রেলিয়া।
পেটেন্টটির যথাযথ প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে শিল্প, পল্লী ও উপকূল অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বিইউপির উপাচার্য এবং তাঁর নেতৃত্বে এই গবেষণার সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও গবেষণা করতে উৎসাহিত করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ধরনের গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এগিয়ে আসবে বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।