অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুদকের মামলায় খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার  

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তার বিরুদ্ধে করা মামলায় আনীত অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে খালাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল হক।

অপুর পক্ষে মামলা পরিচালনা করেন খান মো. মাঈনুল হাসান লিপন। তিনি বলেন, নোটিশ জারি না করেও নোটিশ জারি দেখিয়ে হয়রানি করার জন্যই অপুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করে দুদক। খালাসের রায়ের মধ্য দিয়ে সেটাই আজ প্রমাণিত হয়েছে।
 
২০২১ সালের ২৮ জানুয়ারি অপুর বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করে দুদক। পরবর্তীকালে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালতে যায়। বিচার শেষে অপুকে খালাস দিয়েছে আদালত।