যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
খেলাধুলায় নারীদের জয়জয়কার চলছেই। নারী ফুটবলে বাংলাদেশ হয়েছে সাফ চ্যাম্পিয়ন।
এবার যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নই হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নারীদেরকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন জ্যোতি। সব মিলিয়ে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে মার্কিন নারীরা। বাংলাদেশ জয় পায় ৫৫ রানে।
নির্ধার্তি ২০ ওভার ব্যাটিং করে একটি মাত্র উইকেট হারায় টাইগ্রেসরা। ইনিংসের ৩.৪ ওভারের সময় ব্যক্তিগত ১০ ও দলীয় ২০ রানে ফিরে যান শামীমা সুলতানা। পরে বড় জুটি বাধেন খুরশিদা ও দলনায়ক জ্যোতি।
দুজন মিলে ১৩৮ রানের জুটি গড়ার পথে দেখা পান ফিফটির। খুরশিদা ৬৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। আর টাইগ্রেস সেনাপতি নিগার সুলতানা জ্যোতি ৪০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে খেলতে নেমে উইকেট টিকিয়ে রাখলেও রানের গতি বাড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। দলনায়ক সিন্ধু শ্রীহার্ষা প্রতিরোধ গড়লেও দলের বাকি ব্যাটাররা কাজ এগিয়ে দিতে পারেননি। ফলে সিন্ধু ৭১ বলে ৭৪ রানের ইনিংস খেলেও ভালো কিছু উপহার দিতে পারেননি।
৫৫ রানে জয় পাওয়া ম্যাচে ৬৫ বলে ৭৭ রান করা খুরশিদা ম্যাচ সেরা নির্বাচিত হন। গ্রুপপর্বে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। বি গ্রুপের রানার্স আপের বিরুদ্ধে সেমিতে খেলবে টাইগ্রেসরা।