ইইউ’র গোপন ভিডিও কনফারেন্সে ডাচ সাংবাদিক, মজার কাণ্ড
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০৩:৪০ পিএম, ২২ নভেম্বর ২০২০ রোববার
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন ভিডিও কনফারেন্স চলছিল শনিবার (২১ নভেম্বর)। সবাই অংশ নেয়ার পর নিজের ল্যাপটপের স্ক্রিনের ছবি টুইট করেন ডাস প্রতিরক্ষামন্ত্রী আঁক বিজলেভেল্ট। কিন্তু নিজেও বুঝতে পারেননি কি মারাত্মক ভুল করেছেন তিনি। টুইটারে সভার যে ছবি প্রকাশ করেন সেখানে অনলাইন সভায় যোগ দেওয়ার জন্য ছয় অঙ্কের পিন কোডের প্রথম পাঁচটি সংখ্যা উল্লেখ ছিল।
বিষয়টি চোখে পড়ে ডাচ সংবাদমাধ্যম আরটিএল নিউউজের প্রতিবেদক ড্যানিয়েল ভার্লানের। মজার ছলেই ছয় নাম্বার সংখ্যা মেলানোর চেষ্টা করেন ড্যানিয়েল। প্রথম চেষ্টাতেই ইইউর বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল-সহ ইইউর শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীর সাথে নিজেকে অনস্ক্রিনে দেখতে পান তিনি।
নিজেকে এমন গোপন কনফারেন্সে দেখতে পেয়ে বিম্মিত ড্যানিয়েল হাত নাড়তে শুরু করেন। অচেনা আগন্তুককে দেখতে পেয়ে থেমে যান সবাই। অবাক হয়েই বোরেল তাকে প্রশ্ন করেন, আপনি কি জানেন যে আপনি একটি গোপন সম্মেলনে ঢুকে পড়েছেন?
তখন সাংবাদিক উত্তরে বলেন হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখিত। আমি নেদারল্যান্ডসের সাংবাদিক। সম্মেলনে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি এখনই চলে যাব। ভার্লানের কথা শুনে সম্মেলনে অংশ নেয়া সবাই হেসে ফেলেন।
হাসি থামিয়ে বোরেল রসিকতা করে বলেন আপনি জানেন যে এটি একটি অপরাধ, তাই না? পুলিশ আসার আগেই তাই সাইন আউট করুন।
সম্মেলনের এই অংশের ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে অনেকে মজার মজার পোস্ট করছেন।
তবে সবাই ঘটনাটিকে হালকাভাবে নেননি। ইইউ’র পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের এক মুখপাত্র আরটিএল নিউজকে বলেছেন বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। সেই সাথে সাবধান করা হয়েছে সবাইকে। বলা হয়েছে, এ থেকে বোঝা যায় কোনও সভার ছবি পাঠানোর সময় আপনার কতটা সতর্কতা অবলম্বন করা উচিত।