অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় আসছে সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার   আপডেট: ০৩:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

বিনোদন ডেস্ক, সুখবর বাংলা: বলিউড ভাইজান সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ এবার ঢাকায় আউটলেট চালু করতে যাচ্ছে। এক ভিডিও বার্তায় সালমান খান জানালেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ ঢাকায় আউটলেট চালুর খবর।

সালমান জানান, আগামী বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির। 'বিং হিউম্যান' - এর এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সাথে  উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহাইল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি৷

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা৷ পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য।

বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা 'বিং হিউম্যান' এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে৷