কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভাইসহ নিহত ৪
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
কুষ্টিয়ায় আলাদা দুই সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আরও ৯ জন আহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইন্তা সর্দার (৩৭), গাফ্ফার সর্দার (৩৫), সানোয়ার (৩৫) এমদাদুল (৪০)।
হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া-রাজবড়ি আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে ভোর ৪ টার দিকে ব্যাটারিচালিত ভ্যান একটি যাত্রীবাহী নসিমন গাড়িকে ধাক্কা দেয়। পরে নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইন্তা সর্দার, গাফ্ফার সর্দার ও সানোয়ার নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৯ জন আহত হন। আহতদের কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা পেঁয়াজের বীজ সংগ্রহ করতে দৌলতপুর থেকে কুমরাখালীতে যাচ্ছিলেন। তাদের তিনজনেরই বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামে।
এদিকে ভোর ৫ টারদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ১১ মাইল নামক স্থানে থেমে থাকা মালবোঝাই গাড়িকে চলন্ত ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এমদাদুল। তার বাড়ি নওগাঁ জেলায়। পুলিশ দুর্ঘটনা কবলিত ব্যাটারি চালিত ভ্যান, নসিমন ও ট্রাক জব্দ করেছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই মতিউর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।