পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দিলো আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল। ফাইনাল নিশ্চিত করার এই ম্যাচে আফগানিস্তানকে মাত্র ৬ উইকেটে ১২৯ রানেই আটকে দিয়েছে বাবর আজমের দল। অর্থাৎ জিততে হলে করতে হবে ১৩০।
ব্যাট করতে নেমে ৩৬ রানে প্রথম ও ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। এরপর জুটি বাঁধেন ইব্রাহিম জাদরান ও করিম জানাত। তারা দুজন দলীয় সংগ্রহকে টানছেন। ১০ ওভার শেষে আফগানিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ৭২।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে হারিস রউফ ক্রস ব্যাট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। এরপর মোহাম্মদ হাসনাইনের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হন জাজাই। গুরবাজ ১৭ ও জাজাই ২১ রান করে ফেরেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি সাজঘরে ফিরলো।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১২৯/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ওমরজাই ১০* ও রশিদ ১৮*।
আউট: ৩৬/১ (রহমানুল্লাহ ১৭), ৪৩/২ (জাজাই ২১), ৭৮/৩ (করিম ১৫), ৯১/৪ (নাজিবুল্লাহ ১০), ৯১/৫ (নবী ০), ১০৪ (ইব্রাহিম ৩৫)।
বোলিং: রউফ ২/২৬, হাসনাইন ১/৩৪, নাসিম ১/১৯, নাওয়াজ ১/২৩, শাদাব ১/২৭।