অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্রিকেটার আল আমিনের আগাম জামিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার  

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্মপণ করার জন্য বলেছেন আদালত।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মামুন মাহাবুব ও ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।

এর আগে ক্রিকেটার আল আমিন ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন আল আমিন। পরে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলার এজাহারে এমন অভিযোগ করেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।

ওই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ৫ সেপ্টেম্বর আবেদন করেন ক্রিকেটার আল আমিন।