অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুশফিকের পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার  

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের  অধিনায়কত্বে মুশফিকুর রহিমের পাশে বসলেন বর্তমান সাকিব আল হাসান।

আজ শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস করতে নেমেই সাবেক অধিনায়ক মুশফিকুরকে স্পর্শ করেন সাকিব।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। আজ ২৩তম ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নেমেছেন সাকিব। দেশের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে সর্বোচ্চ  ম্যাচে নেতৃত্ব দানে  মুশফিকের পাশে এখন সাকিব।

শুধুমাত্র ম্যাচ হিসেবেই নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ সুযোগ থাকছে সাকিবের। এ ম্যাচে জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব। অধিনায়ক হিসেবে মুশফিকও ৮টি টি-টোয়েন্টি জিতেছিলেন। মুশফিকের হার ১৪টি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাকিবের নেতৃত্বে ১৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।