শিক্ষার্থী সানজানার আত্মহত্যা: বাবার রিমান্ডে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
রাজধানীর দক্ষিণখান এলাকায় ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার তার বাবা শাহীন আলমের একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোছা. রেজিয়া খাতুন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত এই রিমান্ডের আদেশ দেন। আগামী ৬ অক্টোবর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।
গত ২৭ আগস্ট দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।
ওই ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা (মনি) বাদী হয়ে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।