এশিয়া কাপে বাংলাদেশ সব ম্যাচই জিতবে: পাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
এশিয়া কাপে বাংলাদেশ দলের মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরই মধ্যে আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানরা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, প্রথম ম্যাচে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের। তার বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে।
পাপন বলেন, 'আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। ও আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।'
দুবাইয়ে টিম হোটেলে শনিবার (২৭ আগস্ট) দলের সাথে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই বৈঠক শেষেই পাপন জানিয়েছেন, করোনার পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি, 'করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।’