বঙ্গোপসাগরে ৭০ জেলেসহ ৫ ট্রলার ডুবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালি
প্রকাশিত: ১১:১৮ এএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে অন্তত ৭০ জেলে ছিল। এরমধ্যে নিখোঁজ আছেন ১৬ জেলে।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- এমবি মামনি (৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি আশরাফুল। এছাড়া আরও অন্তত ১১টি ট্রলারের হদিস মিলছে না। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ১৬ জেলে। এসব জেলেরা সুন্দরবন এলাকায় রয়েছে।