অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনায় নতুন ৩ জন আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২২ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার  

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ৩৪ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।

করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১২৮ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্ত ৩ জনই শহরের বাসিন্দা।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, সরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। নগরীর বেসরকারি ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ২০ টি নমুনায় একটি এবং  এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৪  টির দু’টিতে জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়। এছাড়া, শেভরনে ২০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬,  মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ১৮ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৪ টি নমুনা নমুনা পরীক্ষা করা হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত ৭৬ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।