অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দৌলতখানে আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ভোলা

প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার  

জেলার দৌলতখান উপজেলায় আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মেঘনা নদী সংলগ্ন রাজাবল্লব ঘাট এলাকা থেকে একটি কাঠের ট্রলারসহ এসব তেল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৪টি ব্যারোল বোঝাই সয়াবিন তেল উদ্ধার করা হয়। রাতেই ট্রলারসহ এসব তেল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, মেঘনা নদীতে বিভিন্ন রুটে লাইটার-কার্গো জাহাজ চলাচল করে। এসব জাহাজের মাস্টাররা মালিক পক্ষকে না জানিয়ে কিছু তেল অসাধু একটি চক্রের কাছে অল্প দামে বিক্রি করে। এই চক্রটি স্থানীয় তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি করে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বলেন, এই বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।