শেষ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে ইতিমধ্যেই সিরিজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে সান্তনার জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে তামিম ইকবাল বাহিনী। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।
বুধবার (১০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েতে টানা ছয় ম্যাচে টস হারের স্বাদ পায় বাংলাদেশ। তিন ওয়ানডের আগে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই টস হেরেছিল টাইগাররা।
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে।
২০০৪ সালে নিজেদের ১০০তম ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ২০০তম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৩ উইকেটে। আর ২০১৫ সালের বিশ্বকাপে ৩০০তম ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় ১০৯ রানে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: তাদিওয়ানাশি মারুমানি, তাকুদযোয়ানশি কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভের, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), টনি মুনয়োঙ্গা, লুক জঙউই, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়ুচি ও তানাকা সিভাঙ্গা।