অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বেপজায় চীনা কোম্পানির ৮১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:২৫ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার  

চীনা কোম্পানি মেসার্স কেপিএসটি সুজ (বিডি) কো. লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে জুতার বিভিন্ন সামগ্রী (সুজ এক্সেসরিজ) প্রস্তুত শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২৬৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৩ কোটি জোড়া ইনসোল, আউটসোল ও মিডসোল এবং ৩ লাখ ঘনমিটার ইভিএ এবং পিইউ ফোম উৎপাদন করবে। কারখানাটির উৎপাদন শুরু হলে দেশের রপ্তানীমুখী জুতা শিল্পসমূহের বিদেশ থেকে উল্লিখিত সামগ্রীর আমদানি নির্ভরতা হ্রাস পাবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স কেপিএসটি সুজ (বিডি) কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. লুও সেজিয়ান আজ (৩ আগস্ট) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, বেপজার সর্ববৃহৎ প্রকল্প ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’-এ শিল্প স্থাপনের লক্ষ্যে কেপিএসটি সুজ (বিডি) কো. লিমিটেডসহ ১২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল বেপজা। প্রতিষ্ঠানসমূহের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।