চট্টগ্রামে করোনার সংক্রমণ হার মাসের সর্বনিম্ন
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ হার ৩ দশমিক ৬৫ শতাংশ নির্ণিত হয়েছে। এ সময়ে নতুন ১৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
উল্লেখ্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামা স্বস্তিদায়ক মনে করেন। চট্টগ্রামে চলতি মাসে এই প্রথম সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলো।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৭ জনই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫০০ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৬৬৯ জন এবং গ্রামের ৩৪ হাজার ৮৩১ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।