চট্টগ্রামে করোনায় ৪৭ জন আক্রান্ত
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ০১ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৭ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৩২ ও সাত উপজেলার ১৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪, রাউজানে ৩, বোয়ালখালী, কর্ণফুলী ও লোহাগাড়ায় ২ জন করে এবং ফটিকছড়ি ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৪০৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬০০ ও গ্রামের ৩৪ হাজার ৮০৬ জন।