অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুাখি সংঘর্ষে দুই চালক নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার  

জেলার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সল্লায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০জন। সকালে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক সকালের দিকে সেতুর পুর্ব প্রান্তে সল্লা এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে হানিফ বাসের চালক ঢাকার আমিন বাজারের আব্দুল আলীর ছেলে মিকাইল (৩৫) ও ট্রাক চালক ঠাকুরগাঁও জেলার হরিনারায়নপুর থানার মুক্তার মেলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মানিক (২৫) ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।