এশিয়া কাপ হবে আরব আমিরাতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার
রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্দশার কারণে এশিয়া কাপ আয়োজনের হাল ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন করতে না পারার কথা জানিয়ে দিয়েছে দেশটি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অপারগতা প্রকাশের পর ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানালেন, আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ।
বিসিসিআইর শীর্ষ কাউন্সিল বৈঠকের পর মুম্বাইয়ে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, এটাই একমাত্র জায়গা, যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।’
এর আগে এসিসি-র তরফে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়।’
প্রসঙ্গত, আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আসরটি হওয়ার কথা।