অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্লাশ না হলেও টিউশন ফি নিতে পারবে স্কুল-কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০৬:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেসরকারি স্কুল-কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে। বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সিদ্ধান্ত জানিয়েছে। তবে টিউশন ফি দিতে হলেও এর বাইরে টিফিন, গ্রন্থাগার, ম্যাগাজিন, বিজ্ঞানাগার, পুনঃভর্তি ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবেনা।
 
করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এ অবস্থায় টিউশন ফি দেয়া না দেয়া নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 
 
মাউশি জানিয়েছে , অভিভাবকদের অসুবিধার কথা ভাবার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর হয়ে না যায় কিংবা শিক্ষক-কর্মচারীদের জীবন যেন চরম সংকটে না পড়ে বেতন না পেয়ে, সেটাও খেয়াল রাখতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি গ্রহণ করতে পারবে।

পাশাপাশি মাউশি আহ্বান জানিয়েছে, করোনার জন্য যেসব অভিভাবকের আয় কমে গেছে তাদের সন্তানদের টিউশন ফি আদায়ের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

মাউশি বলছে, ২০২১ সালের শুরুতে  যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি’র নামে অর্থ নিতে পারবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মত সব ধরনের ‘যৌক্তিক’ ফি নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।