অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ দিন বন্ধের পর বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু

সোহাগ হায়দার, পঞ্চগড়

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার  

পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ সহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে গত শুক্রবার (৮ জুলাই) থেকে শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। টানা আট দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর ছুটি শেষে আজ শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হয়েছে।