অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অধ্যক্ষকে এমপির মারধর, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার  

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ জুলাই) অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যতো দ্রুত সম্ভব সরেজমিনে গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে নগরের থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে তার ব্যক্তিগত চেম্বারে অধ্যক্ষকে হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন এমপি ফারুক।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে নগরের থিম ওমর প্লাজায় কলেজ অধ্যক্ষকে ‘মারধরের’ অভিযোগ উঠেছে।

তবে সংসদ সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ওমর ফারুক চৌধুরী দাবি করেন, কলেজের কয়েকজন অধ্যক্ষ গত ৭ জুলাই চেম্বারে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন অধ্যক্ষদের মধ্যে ঝগড়া হয় এবং ওই সময় তিনিই তাদের থামান।