অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একদিনে ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১০ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার  

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪২ জন ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন এবং অন্যান্য বিভাগে ৩৪ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৪৭৭ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৫ জন।