অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিন কোরিয়ায় কোরিয়া-বাংলা প্রেসক্লাবের যাত্রা

পরবাস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার  

ওমর ফারুক হিমেল ও মোহাম্মদ হানিফ

ওমর ফারুক হিমেল ও মোহাম্মদ হানিফ

কোরিয়াতে সুস্থ ধারার সাংবাদিকদের সংগঠন ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ আত্মপ্রকাশ করেছে। এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ওমর ফারুক হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঢাকা টাইমসের প্রতিনিধি মোহাম্মদ হানিফ।

সুস্থমনার সাংবাদিকতায় ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ নামের প্লাটফর্মটি প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে। একই সঙ্গে প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় ভূমিকা রাখবে বলে জানান সংগঠনটির সভাপতি ওমর ফারুক হিমেল।

সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, দেশীয় সংস্কৃতি তুলে ধর‌তে এবং প্রবাসী‌দের কার্যক্রম দে‌শসহ বিশ্বে পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রে যা‌বে কোরিয়া বাংলা প্রেসক্লাব। এই সংগঠন মূলত কোরিয়ার সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে।  

সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।