এক বছর বাড়িতে বসে কাজ করবেন ফেসবুক কর্মীরা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার আপডেট: ০৯:২৮ পিএম, ৯ আগস্ট ২০২০ রোববার
টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে ঘোষণাটা আগেই এসেছে। এবার সেই পথে হাঁটলো ফেসবুক কর্তৃক্ষও। করোনা মহামারীর সংক্রমন ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী বছরের জুলাই মাস পর্যন্ত নিজেদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে তারা।
শুধু তাই না, সঙ্গে আরও একটি সুখবর দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, বাড়িতে অফিস সেটআপ তৈরির জন্য প্রত্যেক কর্মীকে এক হাজার ডলার দেবে তারা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের মুখপাত্র জানিয়েছেন, ‘স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের থেকে পরামর্শ এবং নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং সরকারের অনুমতি পেলে সবরকম বিধি মেনেই অফিস খুলবে ফেসবুকও।’