অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের কিছু স্থানে পালিত হচ্ছে ঈদ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:১২ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার  

দেশে আগামীকাল রবিবার (১০ জুলাই) পালিত হবে ঈদ। তবে মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও বিভিন্ন দরবার শরীফের অনুসরণে আজ শনিবার দেশের বেশ কয়েকটি জেলার কিছু মানুষ ঈদুল আজহা পালন করছেন। 

শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া গ্রামের একটি ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। চরকৈয়াসহ আশেপাশের গ্রামের শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ অর্ধশতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ শনিবার পবিত্র ঈদ উল আযহার ঈদ উদযাপন করছেন। 

সাতকানিয়ার সোনাকানিয়া, মির্জাখীল, গারাংগিয়া, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ শনিবার ঈদ উল আযহা পালন করছেন। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করছেন।