ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এ বিচারক জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার আরিফ টাওয়ারের বাসিন্দা চৌধুরী নাঈম সরোয়ার এ মামলা করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত গণমাধ্যমকে বলেন, ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী ১ লাখ ৬০ হাজার টাকা দিলেও ইভ্যালি মোটরসাইকেলটি দিতে পারেনি। পরে তাকে একটি চেক দেওয়া হয়। কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। পরে আমরা উকিল নোটিশ দিয়েছি। এরপর আজ মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন।