অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ শিক্ষকসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নওগাঁ

প্রকাশিত: ১১:২৭ এএম, ২৪ জুন ২০২২ শুক্রবার  

ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে চারজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অন্যজন সিএনজি চালক।

নিহতরা শিক্ষকরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. লেনিন (২৭), মো. মকবুল হোসেন (৫৮) ও জান্নাতুল (৩৫)। সিএনজি চালকের নাম মো. সেলিম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।