মর্ডানা জানাচ্ছে, তাদের ভ্যাকসিন ৯৪.৫% কার্যকর
স্পটলাইট ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার আপডেট: ০৩:৩৩ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মর্ডানা বলেছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে তাদের পরীক্ষাধীন ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর। এই নিয়ে দ্বিতীয় কোনও সংস্থা তাদের ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার প্রাথমিক তথ্য-উপাত্ত প্রকাশ করলো। তবে এই ভ্যাকসিন জনগণের হাতের নাগালে পৌঁছাতে আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে।
ওষুধ প্রস্তুতকারক মর্ডানা সোমবার (১৬ নভেম্বর) জানিয়েছে, তারা যে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে তাতে বুঝতে পারছে তাদের আবিষ্কৃত ভ্যানসিনটি মারণঘাতি কোভিড-১৯ এর রিরুদ্ধে ৯৪.৫ শতাংশ কার্যকর হবে। তবে গবেষণাটি এখনো চলছে।
গবেষকরা বলছেন, তারা যতটা প্রত্যাশা করেছিলেন, তার চেয়েও ভালো কাজ করছে এই ভ্যাকসিন। মর্ডানা এমন দ্বিতীয় কোম্পানি যারা এই ঘোষণা দিলো। এর আগে ফাইজার একই ঘোষণা দেয়। এবং তারা বলেছিলো তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে।