অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় আরও ৩০৪ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার  

২৪ ঘণ্টায় আরও ৩০৪ জনের করোনা শনাক্ত। ফাইল ছবি

২৪ ঘণ্টায় আরও ৩০৪ জনের করোনা শনাক্ত। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। 

এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।