অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যত ভেন্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার  

২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকো। গতকাল বৃহস্পতিবার ম্যাচের ভেন্যু চুড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নির্বাচিত ভেন্যুগুলো হচ্ছে-

কানাডা
ভ্যানকুভার (বিসি প্লেস)
টরন্টো (বিএমও ফিল্ড)

যুক্তরাষ্ট্র
সিয়াটল (লুমেন ফিল্ড)
সান ফ্রান্সিসকো(লুমেন ফিল্ড)
লস এ্যাঞ্জেলস  (সোফি স্টেডিয়াম)
কানসাস সিটি (্অ্যারোহেড স্টেডিয়াম)
ডালাস (এটিএন্ডটি স্টেডিয়াম)
 আটলান্টা (মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
 বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়াম)
মিয়ামি (হার্ড রক স্টেডিয়াম)
নিউ ইয়র্ক সিটি  (মেটলিফ স্টেডিয়াম) 

মেক্সিকো
গুয়াদালাজারা (এস্তাদিও আকরন)
মেক্সিকো সিটি (আজতেকা স্টেডিয়াম)
মন্টেরি (এস্তাদিও বিবিভিএ)