চট্টগ্রামে করোনা বাড়ছে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও সংক্রমণ হার বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। এ সময় কোনো করোনা রোগি মারা যায়নি।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে গতকাল চট্টগ্রামের ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ২৬ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্ত ২৬ জনই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৭১৫ জন। সংক্রমিতদের মধ্যে ৯২ হাজার ১৭২ জন শহরের ও ৩৪ হাজার ৫৪৩ জন গ্রামের। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায় নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রামে করোনার প্রকোপ কমে যায়। এ সময় কোনো কোনো দিন একজন কী দু’জন শনাক্ত হলেও অধিকাংশ দিন করোনাশূন্যই ছিল। কিন্তু গত তিনদিন ধরে করোনার প্রকোপ বাড়ছে। সাথে সংক্রমণ হারও। ১২-১৪ জুন ৫ জন করে পজিটিভ শনাক্তের পর ১৫ জুন ১৬ জন আক্রান্ত পাওয়া যায়। এদিন সংক্রমণ হার বেড়ে ৩ দশমিক ০৮ শতাংশ হয়। কিন্তু গতকাল শনাক্ত ব্যক্তি ও আক্রান্তের হার আগের দিনের প্রায় দ্বিগুণের কাছাকাছি।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে। এখানে ২০১ জনের নমুনা পরীক্ষায় কোনো জীবাণুবাহক পাওয়া যায়নি।