অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিল্লার সড়ক দূঘর্টনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

রুবেল মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার  

কুমিল্লার সড়ক দূঘর্টনায় স্কুল শিক্ষকসহ নিহত ২। ছবি: অপরাজেয় বাংলা

কুমিল্লার সড়ক দূঘর্টনায় স্কুল শিক্ষকসহ নিহত ২। ছবি: অপরাজেয় বাংলা

কুমিল্লার লাকসাম উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রাইভেট কারের যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)।

দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী অপরাজেয় বাংলাকে জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে তিন যাত্রী নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক যাত্রী ও দোকানের কর্মচারী মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।