লেবাননে জরুরি খাদ্য ও চিকিতসা সামগ্রী পাঠাবে বাংলাদেশ
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
লেবাননের বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণের পর সেখানে মানবতা বিপন্ন হয়ে পড়েছে। সে দেশে জরুরি খাদ্য ও চিকিতসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবারের এই বিষ্ফোরণে ১৩৭ জনের মৃত্যু হয়। যার মধ্যে সে দেশে প্রবাসী চার জন বাংলাদেশিও রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিষয়টি এরই মধ্যে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী চারবেল ওহেবকে জানিয়ে দিয়েছেন। মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
টেলিফোনালাপে ড. মোমেন বলেছেন, এই সঙ্কটময় সময়ে বাংলাদেশ লেবাননের পাশে রয়েছে। এবং যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
এসময় তিনি বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।