অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার  

[ফাইল ছবি]

[ফাইল ছবি]

শুক্রবার (৩ জুন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। চলে ১২টা পর্যন্ত। এই পরীক্ষায় বন্যার কারণে বাদ পড়া সিলেটসহ মোট ৩৩ জেলার পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেওয়া হয়। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে তিন ধাপে হচ্ছে এই পরীক্ষা। এ

বার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। এদের মধ্যে অনেকে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশ নিয়েছেন।