রাবিতে সাংবাদিক মারধর: ৩ দিনে কাজই শুরু করেনি কমিটি
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি
প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হলেও তিনদিনে কাজই শুরু করতে পারেনি তারা। আগামী রোববার (৫ জুন) থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ড. আমিরুল ইসলাম কনক।
তিনি বলেন, ‘আমি তিন দিনের ছুটিতে ছিলাম। কমিটি করার আগেই ছুটি নিয়েছিলাম। সেজন্য কোনো কাজ শুরু করতে পারিনি। আগামী রোববার থেকে কাজ শুরু করবো। ওইদিন অভিযুক্তদের চিঠি দিয়ে ডাকবো।’
তদন্তে বিলম্বের বিষয়ে তিনি বলেন, ‘কমিটির সদস্যরা একবার মিটিং করেছি। সময় নিয়েই তো কাজ করতে হবে। হুট করেই প্রতিবেদন দেওয়া ঠিক না। এতে তদন্তে ঘাটতি থাকতে পারে।’
গত ২৯ মে মাদার বখশ হলে বিডিমর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ছাত্রলীগের গিয়াসউদ্দিন কাজলের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। ওই ঘটনার পর কাজলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এসময় তারা হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসেনের দায়িত্বে অবহেলার জন্য তার পদত্যাগ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মে ছাত্রলীগের কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।