নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার আপডেট: ১২:২০ এএম, ৩ জুন ২০২২ শুক্রবার
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পেনাল্টিতে জোড়া গোল করেছেন নেইমার। এছাড়া রিচার্লিসন, ফিলিপ কৌতিনিয়ো ও গ্যাব্রিয়েল হেসুস একটি করে গোল করেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ জুন) বিকেলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৫-১ গোলের ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ব্রাজিলের নেইমার।
এছাড়া রিচার্লিসন, ফিলিপ কৌতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হোয়াং উই-জো।
খেলার শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৭তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। এরপর ৩১তম মিনিটের সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দলের পক্ষে একমাত্র গোলটি করে দলকে সমতায় ফেরান হোয়াং উই-জো।
বিরতিতে যাওয়ার আগে আবারও এগিয়ে যায় পাঁচবারেরর বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৪২তম মিনিটে সফল স্পট কিক থেকে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন নেইমার। পিএসজিতে খেলা নেইমারের সফল স্পট কিকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
বিরতিতে থেকে ফিরে তৃতীয় গোল পেতে খুব বেশি দেরি হয়নি ব্রাজিলের। দ্বিতীয় স্পট কিক থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেইমার। এরপর ম্যাচে ৮০তত মিনিটে ফিলিপ কৌতিনহো এবং ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২) বাকি গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস।
ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সময়ে ব্রাজিল শট নিয়েছিল ২৫টি, যার মধ্যে গোলের উদ্দেশে টার্গেট শট ছিল ৯টি। বাকি ৪০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেলো দক্ষিণ কোরিয়া শট নিয়েছিল ৭টি, যার মধ্যে ৬টি টার্গেট শটের মধ্যে একটিতে সাফল্যের দেখা পায়।